প্রযুক্তি
বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন
Devin is the world's first AI software engineer

The Truth Of Bengal: তাক লাগিয়ে দিল আমেরিকার স্টার্ট আপ সংস্থা Cognition। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে এই স্টার্ট আপ সংস্থা। এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম ডেভিন।
এই এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজে নিজেই লিখতে, বাগ বা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারে এমনকি নিজস্ব কোডও তৈরি করতে পারে। এমনকি ওয়েবসাইট ও ভিডিও বানাতে পারে ডেভিন নামক এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সিঙ্গল কমান্ডের সাহায্যে ওয়েবসাইট ও সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করতে পারে ডেভিন।
পাশাপাশি, বাগ বা কম্পিউটার ভাইরাসকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। নিজে নিজেই গোটা সফটওয়্যার প্রোগ্রাম সম্পূর্ণ ভাবে তৈরি করতে পারে ডেভিন নামক এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিজস্ব কমান্ড লাইন, কোড এডিটর আর ব্রাউজার আছে।
FREE ACCESS