গাজা ভূখণ্ডে ফের হামলা ইজরায়েলের, ত্রাণ শিবিরে হামলার জেরে মৃত্যু ৫ জন প্যালেস্টাইন
Gaza Israel War

The Truth of Bengal: গাজা উপত্যকায় এখনও পর্যন্ত চলছে মৃত্যু মিছিল। গাজায় ত্রাণ শিবিরে প্যালেস্টাইনবাসীদের উপর হামলা চালায় ইজরায়েল। এই হামলায় প্রাণ যায় ৫ জনের। এবং আহতের সংখ্যা ২২ জন। এই খবর নিশ্চিত করে জানিয়েছে গাজার জাতিসংঘের প্যালেস্টিনীয় শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ। গাজা ভূখণ্ডের দক্ষিণঅংশের একটি ত্রাণ শিবিরে হামলা চালায় ইজরায়েল।
এই হামলার পর ইজরায়েল সশস্ত্র সেনাবাহিনীর দাবি তারা হামাস জঙ্গির এক কামান্ডারকে মারতে এই হামলা চালিয়েছিল। সেই মিশন তাদের সফলও হয়েছে। মৃত কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। ইজরায়েলের মতে মোহাম্মেদ আবু হাসনা হামাস জঙ্গিদের মধ্যে ইজরায়েলের উপর হামলা চালানোর ক্ষেত্রে একজন মাস্টার মাইন্ড। রাফাহ এলাকা থেকে ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে হামলা চালানর ঘটনায় তার বড় ভূমিকা ছিল।
এই কারণেই তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইজরায়েল। ইজরায়েল ও হামাস যুদ্ধ শুরুর পর থেকেই রাফাহ প্রদেশে প্রায় ১৫ লক্ষ প্যালেস্টাইন আশ্রয় নিয়েছিল। প্রসঙ্গত গত বছর ৭ ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বহু নিরীহ মানুষের প্রাণ গেছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি বলে এর আগে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।