বিনোদন
Trending

অনুষ্কা, দীপিকার পর এবার কি সুখবর শোনাতে চলেছেন পরিনীতি?

Parineeti is going to give good news after Anushka, Deepika?

The Truth Of Bengal: টলিউড এবং বলিউডে একের পর এক তারকারা দিচ্ছেন সুখবর। কেউ করছেন বিয়ে আবার কেউ মা হওয়ার আনন্দে মেতে উঠেছেন। এবার ফির খুশির আমেজ বলিউডে। অনুষ্কা ও দীপিকার পর এবার পালা পরিনীতির । মা হতে চলেছেন পরিনীতি। এমনই গুঞ্জন ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রী পারিনীতি চোপড়া আলোকচিত্রীদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিনেত্রীর পরনে ছিল কালো মেক্সি ড্রেস, ওপরে ডেনিমের জ্যাকেট, চোখে সানগ্লাস। সেখানেই পরিনীতিকে দেখে নেটিজেনদের অনুমান পারিনীতি মা হতে চলেছেন, তাই হয়তো নিজের বেবিবাম্প ঢাকার জন্য তাড়াহুড়ো করে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে চাইছেন।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল তাঁদের। দিল্লিতে তার শ্বশুরবাড়ি মুম্বাইতে তাঁর কর্মজীবন। তাই দুই দিকে সমতা বজায়ের জন্য অভিনেত্রীকে প্রায় রোজ প্যাসেঞ্জারি করতে হয়।

FREE ACCESS

Related Articles