রাজ্যের খবর
অলৌকিক ঘটনা , নদিয়ায় পুকুরে ভেসে উঠলো পাথরের কালী প্রতিমা
Miraculous event, black idol of stone floated in river pond

The Truth Of Bengal, নদিয়া : আবারো এক অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠলো পাথরের প্রতিমা । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয় বাসিন্দার জানান , রোববার পুকুর পরিষ্কার করার কাজ হচ্ছিল। কিন্তু তখন এই মূর্তি কোন রকম ভাবেই কারোর নজরে পড়েনি।
সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । তারপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা । কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পুজো অর্চনার কাজও ।এবং দুধ দিয়ে প্রতিমাটিকে অভিষেক ও করা হয়। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের।
এলাকার বাসিন্দাদের একাংশদের দাবী এই মূর্তি তারা পুজো করবেন, এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো চালিয়ে যাবেন।
Free Access