রাজ্যের খবর

শ্রী চৈতন্য মহাপ্রভু সংগ্রহশালা, জানা যাবে মহাপ্রভুর জীবন সম্পর্কে

Mahapravu Museum in Nadia

The Truth of Bengal: নদিয়ার নবদ্বীপ শহরে এই প্রথম তৈরি হতে চলছে শ্রী চৈতন্য মহাপ্রভু সংগ্রহশালা। প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই সুবিশাল প্রকল্প। এই সংগ্রহশালায় থাকবে মহাপ্রভুর জন্মের সময় থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন সময়ের লীলা সহ বহু অজানা তথ্য। যা সকলের সামনে তুলে এই উদ্যোগ।

শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম বৈষ্ণব ধর্মাবলী মানুষজনের কাছে পবিত্র তীর্থভূমি। সারা বছর ধরে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। নবদ্বীপ ধাম দর্শন করতে এসে মহাপ্রভুর জীবন কাহিনি ও তাঁর লীলাকর্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন  না ভক্তরা। মূলত সেই সব দর্শনার্থীদের কাছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পর থেকে তাঁর সন্ন্যাস জীবন পর্যন্ত জীবন কাহিনি ও লীলা কর্মের ঘটনাবলি মূর্তি ও ছবির মাধ্যমে তুলে ধরার জন্যই তৈরি করা হচ্ছে এই চৈতন্য সংগ্রহশালাটি। মন্দিরের অধ্যক্ষ জানান, কয়েক বছর আগেই শুরু হয়েছিল কাজ। মাঝপথে কোভিড পরিস্থিতিতে কাজে কিছুটা বিলম্ব হয়। তারপর থেকে জোরকদমে চলছে কাজ। এখানে দিনরাত এক করে বিভিন্ন মূর্তি ও সরঞ্জাম তৈরির কাজ করে চলেছেন বাংলা ও ওড়িশার শিল্পীরা কাজ করছেন।

সংগ্রহশালাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে খুব সহজেই মহাপ্রভুর জীবনী সম্পর্কে সবকিছু জানা যাবে। সংগ্রহশালাটি সম্পূর্ণ হতে প্রায় কয়েক কোটি টাকা খরচ হতে পারে। দোল পূর্ণিমার আগে মন্দিরের বাগান শয্যার জন্য সূর্য রথ মূর্তি তৈরির কাজ চলছে। বিরাট পরিকল্পনার জন্য সংগ্রহশালাটি সম্পূর্ণভাবে তৈরি হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। সংগ্রহশালাটি তৈরি হয়ে গেলে তা বিরাট পাওনা হবে শ্রীচৈতন্যপ্রেমীদের জন্য। মহাপ্রভুর টানে শুধু দেশ নয় বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন। যারা নবদ্বীপে আসেন, তারা এবার ওই সংগ্রহশালায় অনেক কিছু দেখার পাশাপাশি মহাপ্রভু সম্পর্কে সব জানতে পারবেন।

Related Articles