ভ্রমণ
Trending

পাহাড়ের বুকে ইকো ভিলেজ

Eco village on the hill

The Truth Of Bengal: উত্তরবঙ্গের কোলে লুকিয়ে আছে এমন অনেক অজানা ও নিরিবিলি ভ্রমণের জায়গা যার নাম হয়তো অনেকেই শোনেননি। পাহাড় ও জঙ্গলের স্বর্গ ডুয়ার্সে রয়েছে শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা পর্যটন কেন্দ্র গারুচিরা। গারুচিরা আলিপুরদুয়ার থেকে ৪০ কিমি দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গারুচিরায় খোলা হয়েছে একটি ইকো পার্ক।

এই পার্কের মধ্যে সবুজ বিস্তীর্ণ ঘাসের উপর হেঁটে বেড়াতে আপনার অপূর্ব লাগবে। দূরের ঘন জঙ্গলে ঢাকা পাহাড়গুলি দেখে মনে হবে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবেন পাহাড়ের কোন এক ঢালে। মেঘে ঢাকা এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন সূর্যাস্ত হয় সেই দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে। ১ দিনের জন্য এই পাহাড়ি উপত্যকায় গিয়ে আপনার মন ভরবে না। বারবার ফিরে যেতে ইচ্ছে করবে এই পাহাড়ি উপত্যকায়। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য স্লিপ থেকে শুরু করে নানা ধরনের রাইডস। এছাড়াও আপনি চাইলে দোলনায় দোল খেতে খেতে প্রকৃতির শীতল হাওয়ায় প্রাণ খুলে নিশ্বাস নিতে পারবেন। নানা রঙের প্রজাপতিরা এসে আপনার চোখের সামনে দিয়ে উড়ে যাবে। নানা অজানা পাখির ডাক ও শুনতে পাবেন গারুচিরা থেকে। অজানা পাখি দেখার পাশাপাশি মাঝে মধ্যে এখানে হাতির ও দেখা মেলে।

আর আপনার ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে পেখম মেলে ময়ূরের নাচন ও দেখতে পাবেন গারুচিরাতে। এই ইকো পার্কে রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ। একটি ওয়াচ টাওয়ারও আছে এখানে। যেখানে উঠে নিচের দিকে তাকালে আপনি মন্মুগ্ধকর প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন। চাঁদনি রাতে গারুচিরা হয়ে ওঠে আরও সুন্দর। কি ভাবে যাবেন ভাবছেন? শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে দলগাঁও। আর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বীরপাড়া-বান্দাপানি। আর সেখান থেকেই পৌঁছে যান গারুচিরা।
FREE ACCESS

Related Articles