রাজ্যের খবর
Trending

আজ মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee will inaugurate the water project at Maheshtala today

The Truth Of Bengal : আবারও কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের একের পর এক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তর করছেন। আজ ফির তার প্রমাণ মিলতে চলেছে। চড়িয়াল সেতুর পরে এবার বজ বজ ট্রাঙ্ক রোড ও মহেশতলা এ ৪০ মিলিয়ন গেলেন জল প্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সংসদ। গত সোমবারই চড়িয়াল সেতুর উদ্বোধন করেছেন তিনি। তার মাত্র ছয় দিন পরেই ফের মহেশতলায় জলপ্রকল্প এবং উড়ালপুলের নিচের রাস্তা উদ্বোধন করতে আসছেন অভিষেক।

ফলো তো একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ৫৭ বছর ধরেই বিরোধীদল গুলি, যে সমস্যার সমাধান করতে পারেননি সেই কাজ মাত্র ৫ বছরই করে দেখাচ্ছেন অভিষেক। এর আগে ডায়মন্ড হারবারকে মডেল করে ৭০ হাজার বয়স্ক মানুষকে বার্ধক্য ভাতা দিয়েছেন অভিষেক।

এরপর চরিয়াল বাসীদের দাবি পূরণ করেন। একের পর এক উদ্বোধন করে চলেছেন তিনি। ডায়মন্ড হারবারের দুবারের সংসদ গত ১০ বছরে ডায়মন্ড হারবারের খতিয়ান তুলে ধরে জানিয়েছেন, গত ১০ বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ তারা করেছেন। বছরের হিসেবে বারো মাসে তা ৫৫৮ কোটি টাকার কাজ। অর্থাৎ প্রতিদিনের হিসেবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ করে দেখাচ্ছেন তৃণমূল সংসদ।

 

FREE ACCESS

Related Articles