সরকারি কর্মচারীদের ধর্মঘট নিষিদ্ধ করতে ‘এসমা’ জারি করল যোগী আদিত্যনাথ সরকার
Yogi Adityanath government issued 'ESMA' to ban strike by government employees

The Truth Of Bengal : সরকারি কর্মীদের ধর্মঘটের অধিকার কারার পথে হাঁটলো বিজেপির শাসিত উত্তর প্রদেশ সরকার। আগামী ছ মাস রাজ্যের সরকারি কর্মচারীদের ধর্মঘট হরতাল নিষিদ্ধ করে শুক্রবারে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সরকারি কর্মচারীদের বিনা ওয়ারেন্টি গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছি যোগী প্রশাসন। জরুরি পরিষেবা পরিচালন আইন লোকসভা নির্বাচনের মুখেই জারি করা কেন, তা নিয়ে রাজ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
ক্ষোভ জানিয়েছেন কর্মচারীরা। দেশে এই আইন বরাবর চিহ্নিত অগণতান্ত্রিক ও অধিকার কেড়ে নেওয়ার রূঢ় কৌশল হিসেবে। ইতিমধ্যে এই আইন জারি হয়েছে রাজ্যে। উত্তর প্রদেশের অন্তত পশ্চিম অংশে এর মধ্যেই কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে চলতি দফায়। শুক্রবার সংযুক্ত কিসান মঞ্চ ও ট্রেড ইউনয়ন সমূহের ডাকে ‘ভারত বন্ধ’-র প্রভাবও পড়েছে নয়ডার মতো বেশ কিছু এলাকায়। সরকারি কর্মচারীদের বিভিন্ন ফেডারেশনও কৃষক ও শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে আগেই।
পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোর দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যে রাজ্যে সরকারি কর্মীদের ক্ষোভ রাস্তায় নেমেছে। ‘এসমা’ জারি হলে ধর্মঘটে অংশ নেওয়ার দায়ে কোনও কর্মচারীকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এক বছর জেল এবং জরিমানর সংস্থানও রয়েছে এই আইনে। এই বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই বিজেপি শাসিত রাজ্য সরকারকে ফ্যাসবাদী বলে আক্রমণ জানিয়েছে কংগ্রেস।
FREE ACCESS