রাজ্যের খবর

তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার প্রাক্তন সেনা জওয়ান

Ex-army jawan arrested with brown sugar worth Rs 3 lakh

The Truth of Bengal: মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ। এরপর বাইকে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের নাম রতন বিশ্বাস(৪৮) পেশায় প্রাক্তন সেনা জওয়ান । সে বাগডোগরার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ধৃতের কাছ থেকে ২৫৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। উদ্ধার হাওয়া ব্রাউন সুগার মালদার কালিয়াচক থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তার আগেই অভিযান চালিয়ে তা ভেস্তে দেয়।

বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। প্রসঙ্গত, কয়েকমাস আগেও এনজেপি থানার পুলিশ ব্রাউন সুগার পাচারের অভিযোগে রতন বিশ্বাসকে গ্রেফতার করেছিল।এরপর জেল হেফাজতেও ছিল সে। জেল থেকে ছাড়া পেতেই ফের মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার হল প্রাক্তন এই সেনা জওয়ান। গোটা ঘটনার তদন্তে মাটিগাড়া ও স্পেশাল অপারেশন গ্রুপ।

Related Articles