বিনোদন
Trending

মুক্তি পেল ‘পারিয়া’র ট্রেলার, এবার নিরীহ প্রাণীদের মসিহা রুপে পর্দায় বিক্রম

The trailer of 'Pariah' was released

The Truth Of bengal : যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে। যতগুলো ঘা ওদের মেরেছো ততটাই মার পড়বে’, এমন মশালাদার সংলাপ নিয়েই হাজির হলেন টলিউড নায়ক বিক্রম। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন বাংলা ছবি পারিয়ার ট্রেলার।

যেখানে সারমেয়দের ত্রাতা হয়ে পর্দায় ধরা দেবেন বিক্রম চট্টোপাধ্যায়। তথাগত মুখোপাধ্যায়ের এই ছবিতে বিক্রমের সঙ্গে রয়েছেন অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য।অসহায় প্রাণীদের বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। মিনিট তিনেকের ভিডিওতেই তাঁর দুরন্ত লড়াইয়ের আভাস পাওয়া গেল।

 

FREE ACCESS

Related Articles