প্রবল ঠান্ডায় সুস্মিতার জলকেলি, ভাইরাল ভিডিওয় উত্তপ্ত নেটপাড়া…
Sushmita Sen literally dived in the cold water

The Truth Of Bengal: বরাবর স্রোতের বিপরীতে হাঁটতে ভালবাসেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তাই, এবার প্রবল ঠান্ডায় জলের মধ্যে রীতিমত ডুব দিলেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুসের এই জলকেলি শীতের মরশুমে উষ্ণতা ছড়ালো নেট পাড়ায়।
View this post on Instagram
সম্প্রতি আজারবাইজানে ভ্যাকেশন কাটিয়ে মায়ানগরীতে ফিরেছেন প্রাক্তন বিশ্বসুন্দরি সুস্মিতা সেন। তবে মুম্বইতে ফিরলেও বলিউডের বঙ্গললনার মন এখনও পড়ে রয়েছে ওদেশেই। কারণ মাঝেমধ্যেই অভিনেত্রীর সোশাল মিডিয়ার দেওয়ালে ফুটে উঠছে আজারবাইজানে ছুটি কাটানোর একাধিক মুহূর্ত। এবার সেখানে বরফ গলা জলে জলকেলির ভিডিও শেয়ার করে তাক লাগালেন সুস্মিতা সেন।
অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেল, মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে জলকেলি করছেন সুস্মিতা।পাহাড়ে ঢাকা আজারবাইজানের মনোরম পরিবেশের সুইমিং পুলে রীতিমত সাঁতারে মজেছেন মিস সেন। প্রিয় নায়িকার এমন সেনসেশনাল জলকেলির ভিডিও রীতিমত উত্তাপ ছড়িয়েছে নেটিজেনদের হৃদয়ে। সুসের ভক্তরা এই ছবি দিয়ে পরামর্শও দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ আবার ঠান্ডায় সুস্মিতার এই সাহসী কর্মকান্ডের প্রশংসা করেছেন। সব মিলিয়ে সুস্মিতার এই জলকেলির ছবি যে শীতে জমজমাট হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
Free Access