মাত্র ৭ সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোনের ব্যাটারি, জানুন কীভাবে সম্ভব
The battery of the smartphone will be charged in just 7 seconds

The Truth Of Benagl, Mou Basu : স্মার্টফোনের ব্যাটারি চার্জ দেওয়া সত্যি এক বিরাট ঝক্কির কাজ। সব সময় তো সবার কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে না। তাই সেক্ষেত্রে কাজেকর্মের মধ্যে ফোনের চার্জ দেওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে। কারণ, ব্যাটারি কমজোরি হলে তাড়াতাড়ি চার্জ হতে চায় না। এই পরিস্থিতিতে মুশকিল হতো হয়ে দেখা দিচ্ছে Swapery। এটা হল বিশ্বের প্রথম সম্পূর্ণ সেলফ রিপ্লেসেবল স্মার্টফোন ব্যাটারি সিস্টেম। Swapery বা swap battery।
মাত্র ৭ সেকেন্ডেই চার্জ হবে স্মার্টফোনের ব্যাটারি। অত্যন্ত হালকা ওজনের এই ব্যাটারি প্যাক খুব সহজেই বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। একবার চার্জ করলে ৮-১০ ঘণ্টা চার্জ থাকবে। তাই কাজের ব্যস্ততার মধ্যে চিন্তা থাকবে না ফোন চার্জ দেওয়ার।
একইভাবে কেবলের তার, অ্যাডাপ্টর আর চার্জিং পয়েন্ট ছাড়াই Swapery র মাধ্যমে স্মার্টফোনের চার্জ দেওয়া যাবে মাত্র একটা পদক্ষেপেই। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই self replacement প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে স্বয়ংক্রিয়। Self replaceable battery Swapery যাতে সব মডেলের স্মার্টফোনেই চলে তার জন্য জোরকদমে কাজ চালাচ্ছে প্রস্তুতকারী সংস্থা। তাদের আপাতত লক্ষ্য চলতি বছরের মাঝামাঝি সময় বাজারে এই ব্যাটারি সিস্টেম লঞ্চ করা।
FREE ACCESS