বিনোদন
কৌশিকীকে যে করে হোক বাঁচাবে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে সম্প্রতি কৌশিকির ওপর হামলার চেষ্টা হয়েছে। জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে কৌশিকী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। কৌশিকির অবস্থা গুরুতর।
এই ঘটনার পর জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করেন আসল দোষীদের কৌশিকির সামনে এনে দাঁড় করাবেন। তিনি নার্সের ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন।
হাসপাতালে গিয়ে জগদ্ধাত্রী জানতে পারেন কৌশিকির ওপর নানাভাবে হামলার চেষ্টা করা হচ্ছে। কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিতে চায়, আবার কেউ তাকে খুন করার জন্য হাসপাতালে ঢুকতে চায়।
জগদ্ধাত্রী সবকিছু বুঝতে পেরে কৌশিকির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করেন। তিনি নার্সের ছদ্মবেশে কৌশিকির পাশে থেকে তাকে রক্ষা করেন।