দেশ

নাগপুরে সোলার কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

Nagpur Blast Death

The Truth of Bengal: নাগপুরে ভয়াবহ বিস্ফোরণে নিহত হলেন ৯ জন। রবিবার সকালে নাগপুরের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন অনেকেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগপুরের বাজারগাঁও গ্রামে। সোলার কোম্পানির কাস্ট বুস্টার প্ল্যান্টে সেই সময় প্যাকিংয়ের কাজ চলছিল। হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যান শ্রমিকরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় সোলার কোম্পানির ইউনিটের মধ্যে মোট ১২ জন কর্মী উপস্থিত ছিলেন। ফার্মের একটি কাস্ট বুস্টার প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটে। তখন কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং চলছিল। নাগপুরের (গ্রামীণ) পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

Related Articles