ভারতের সব চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে কলকাতাই সেরা! KIFF-কে দরাজ সার্টিফিকেট মনোজের

কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সপ্তাহে, সোমবার, নন্দনে অতিথি হিসাবে হাজির হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর আগমনে উৎসবের আমেজ আরও বেড়ে গেল।
সোমবার দুপুরে নন্দনের মূল ভবনের সামনে সাদা গাড়ি থেকে নেমে আসতেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশে একবার হাত নেড়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নন্দনের দোতলায় ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলেন তিনি।
এক জন সাংবাদিকের প্রশ্নের উত্তরে মনোজ বলেন, “ইদানীং দেশের সব চলচ্চিত্র উৎসবের মধ্যে সেরার সেরা হিসাবে উঠে আসছে— কলকাতা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারিনি। কিন্তু বলেছিলাম একবার আসব। তাই আজকে এখানে এসে খুব ভাল লাগছে।”
মনোজ অভিনীত এবং দেবাশিস মখিজা পরিচালিত সাম্প্রতিক ছবি ‘জ়োরাম’ ছবিটির কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। তিনি বলেন, “ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। ছবির গল্প, চরিত্র, পরিচালনার কাজ সবই আমার ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও পছন্দ হবে।”