চব্বিশের রিসোলিউশন যখন কোপা আমেরিকা, ম্যাচ ফিট হয়ে ফিরছেন LM10…
Lionel Messi Focus Is on The Copa America

The Truth of Bengal: লিওনেল মেসি মানেই রেকর্ড। ক্লাব ফুটবল হোক কিংবা দেশের জার্সিতে। রেকর্ড গড়তে ভালোবাসেন এলএম টেন।এবার নজর রয়েছে কোপা আমেরিকার দিকে।
মায়ামিতে মেসি এখন ভীষণ ব্যস্ত। ২০২৪-এ বেশ কিছু ম্যাচ রয়েছে মেসির যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২৪ শেই রয়েছে কোপা আমেরিকা সে দিকেই নজর রয়েছে মেসির। গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এ বছরও মেসিরা যে দাপটের সঙ্গে খেলবে তা বলাই যায়। এবছর মায়ামীতে বেশ দাপটের সঙ্গে খেলেছে । তবে বেশ চোট পেয়েছে। মেসির এখন মূল লক্ষ্য ২০২৪ এর কোপা আমেরিকা। এর মাঝেই জানা গেল কোপা আমেরিকা হবে ২০২৪ এর জুনে । ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে ম্যাচ।২০ জুন কোপা আমেরিকা শুরু হলেও দেশ খেলতে নামবে ২৫ জুন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।এটা হবে মেসিদের দ্বিতীয়তম ম্যাচ।
কোপার গ্রুপ স্টেজ হবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। মেসির এবার ২০২৩ বছরটা ভালো মন্দ মিশিয়ে কেটেছে । মায়ামির হয়ে ধারাবাহিক জয় । আর হারতেও হয়েছে বেশ কিছু ম্যাচে । চোট ও পেয়েছেন মেসি । তবে এবার ২০২৪ এর ভাবনা রয়েছে । নতুন বছরের প্রথম ম্যাচ রয়েছে আগামী ১৯ জানুয়ারি । সামনের বছর যেমন কোপা আমেরিকার জন্য ব্যস্ত থাকবে মেসি পাশাপাশি মায়ামির হয়ে মুখোমুখি হবে সালভাদরের ।সেই ম্যাচের ভাবনা চিন্তা করছেন মেসি । কারণ এবছর মরসুমের শেষ দিকে চোট এবং ক্লান্তির কারণে ঠিকঠাক খেলতে পারেননি মেসি। যার ফলে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেও আর শিরোপা জেতা হয়নি। এর আগে মেজর লিগ সকারে টরোন্টোর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসির দল ।কিন্তু আঘাত পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়েছিলেন তিনি। কোপার গ্রুপ স্টেজ হবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল।
Free Access