দেশ

খোদ রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে টাকা উধাও, প্রতারণার ঘটনা চাঞ্চল্য

CBI campaign

The Truth of Bengal: খোদ রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে টাকা উধাওয়ের চাঞ্চল্যকর অভিযোগ। কেন-কিভাবে এই টাকা বেহাত হল তা নিয়ে সবমহলে প্রশ্ন ওঠে। নভেম্বরের ১০ থেকে ১৩-র মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের কাছে IMPS প্রযুক্তি বাImmediate Payment Service channel  মাধ্যমে মোট ৮০০ কোটি টাকার ওপর  হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মানি রিসিপ্ট ছাড়াই অবৈধ লেনদেন হয় বলে সন্দেহ হয়। বুঝতে পেরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টাকার লেনদেন আটকে দেয়। প্রাথমিকভাবে ৬৪৯ কোটি টাকা উদ্ধার হয়েছিল।

বাকি ১৭১ কোটি টাকা উদ্ধারের চেষ্টাও চলছে। আচমকা কীভাবে এ রকম বড় অংকের লেনদেন হল তা কারুর কাছেই স্পষ্ট নয়। প্রশ্ন ওঠে প্রযুক্তিগত ত্রুটি? না কোনও ব্যাঙ্ককর্মীর ভুল? না প্রতারণা? তা নিয়েই তদন্তে নামে সিবিআই। সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় আলাদা আলাদা টিম অভিযান  চালায়। রিজার্ভ ব্যাঙ্ক  থেকে উধাও হওয়া টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, তা বুঝতে সিবিআইয়ের এই তল্লাশি বলে জানা গিয়েছে।

গত জুন মাসে একটি আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছিল, রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে ৫০০ টাকা নোট আচমকা উধাও হয়ে গিয়েছে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে। কোথায় সেসব নোট, তা জানতে তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। দুষ্টচক্রের শিকড় কোথায় লুকিয়ে রয়েছে তার কিনারা করতেও নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় অভিযানের সিদ্ধান্ত বলে সিবিআইয়ের তরফ থেকে জানা গেছে।