৪৩ ঘন্টার জায়গায় ৪ দিন পর কলকাতায় আসলো যাত্রীবাহী ট্রেন! কারণ জানলে অবাক হবেন
96 hour ordeal, train leaves keral octorber 28 and reached destination 1st november

The Truth of Bengal, Subhayan Roy: তিরুবন্তপুরম সেন্ট্রাল থেকে একটি ট্রেন গত ২৮ অক্টোবর রওনা দিয়েছিল। ৪৩ ঘন্টার মধ্যে কলকাতায় শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেই ট্রেন নিজের গন্তব্যে পৌঁছাল ১ নভেম্বরে। কার্যত ৯৬ ঘন্টা সময় লাগলো ট্রেনটির। সেই সঙ্গে ভারতীয় রেলের ইতিহাস সর্বাধিক সময়সীমার তালিকায় নজির গড়ল ট্রেনটি। কিন্তু কেন এত সময় লাগলো?
আসলে গত ২৯ নভেম্বর অন্ধ্র্প্রদেশে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। মারা গিয়েছিলেন ১৪ জন। আর এই তিরুবন্তপুরম সেন্ট্রাল-শালিমার এসএফ ট্রেনের যাত্রাপথ ছিল এই রুটেই। আর যখন ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে, ততক্ষণে তিরুবন্তপুরম স্টেশন থেকে বেরিয়ে গিয়েছিল ট্রেনটি। জানা গিয়েছে ২৮ অক্টোবর বিকেল ৪.৫৫ মিনিটে স্টেশন থেকে বেরিয়েছিল। কলকাতাতে আসার কথা ছিল ৩০ অক্টোবর সকাল ১১.৫৫ মিনিটে। কিন্তু লেট হওয়ার কারণে গত মঙ্গলবার যাত্রী নিয়ে পৌঁছাল বিকেল ৪.৫০ মিনিটে। জানা গিয়েছে মাঝরাস্তায় দীর্ঘক্ষণ আটকে ছিল ট্রেনটি। এছাড়া যানজটের কারণে ঘুরপথে আসতে হয়েছে।
এই সময়ে কলকাতা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের জেকেএফ এয়ারপোর্টে ২ বার রাউন্ড ট্রিপ হয়ে যায়, তাও আবার দিল্লিতে ৪ ঘন্টা সময় কাটিয়ে। ৯৬ ঘন্টা দীর্ঘ ট্রেনে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বহু যাত্রী। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে রেলকর্মীরা তাঁদের পাশে ছিল বলে জানিয়েছেন যাত্রীদের একাংশ।
Free Access