
The Truth of Bengal: চন্দ্রাভিযান চন্দ্রযান ৩ এর সাফল্য এক নয়া মাইল ফলক তৈরি করেছে। মহাকাশ গবেষণায় নয়া স্তর ছুঁয়ে ফেলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বিজেপি বিরোধী রাজনৈতিক জোট টিম ‘ইন্ডিয়া’ যে ইসরোর পাশে আছে, তা এক্স বার্তায় জানাল সর্বভারতীয় তৃণমূলকংগ্রেস। মুম্বইয়ে শুরু হয়েছে, বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় দফার বৈঠক। গত বৃহস্পতিবার বৈঠকে জমায়েত হন বিরোধী জোটের নেতারা। ছিলেন তৃণমূলকংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাহুলগান্ধী, সোনিয়া গান্ধীসহ একাধিক দলের নেতা নেত্রীরা।
শুক্রবারও বিরোধী জোটের বৈঠকের পূর্ণাঙ্গ আলোচনা হয়। যদিও বৃহস্পতিবারই আলোচনার মাঝে, বিরোধী জোটের তরফে একটি ইসরোর প্রতি একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়েছে, ইন্ডিয়া জোটের সদস্যরা অতীত ও বর্তমান পুরো ইসরোর পরিবারের পাশে রয়েছে। ইসরোর বিজ্ঞানীরা যে অভাবনীয় সাফল্য পেয়েছেন, তা দেশকে গৌরবান্বিত করেছে। চন্দ্রযান ৩ এর এই সাফল্যের পিছনে গত কয়েক দশকের নির্মাণ, সম্প্রসারণ ও গভীর অনুসন্ধানমূলক নিরিক্ষণ রয়েছে। যা গোটা বিশ্বকে রোমাঞ্চিত করেছে।
Team INDIA stands in awe of @isro‘s remarkable achievement with the triumphant success of Chandrayaan-3.
This historic moment is a testament to decades of dedication and growth.
As we eagerly await the launch of Aditya-L1, India’s first solar mission, we believe ISRO’s… pic.twitter.com/FhYUOSdO5U
— All India Trinamool Congress (@AITCofficial) September 1, 2023
শনিবার সূর্য মিশন আদিত্য এল ১ এর যাত্রা শুরু। তাদের আশা, ইসরো এই নয়া অভিযানে সাফল্য পাবে। আর এই সাফল্য আমাদের সমাজে নতুন যুবসমাজকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে ও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে। ইন্ডিয়া জোটের এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা শুক্রবারই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়, আগামী দিনে ইসরো যে মহাকাশ গবেষণায় কাজ করছে, তার সাফল্য কামনা করা হয়েছে।