রাজ্যের খবর

গভীর নিম্নচাপের জেরে বিপাকে মৎস্যজীবীরা

Fisherman Facing Problem During Weather

The Truth of Bengal: গাঙ্গেয় বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হয়এছে গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অর্থাৎ, দুই ২৪ পরগনায়সহ উপকূলবর্তী এলাকায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এতেই মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। কদিন আগেই মৎস্যজীবীদের হাতে উঠে এসেছে অঢেল ইলিশ। বাজারে লাফিয়ে লাফিয়ে কমেছে ইলিশের দাম। কিছুটা হলেও মুনাপার মুখ দেখেছিলেন মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা।

কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় ফের মাথায় হাত পড়তে চলেছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া প্রত্যেক মৎস্যজীবীকে ২ তারিকের মধ্যে ফিরে আসার নির্দেশিকা জারি করা হয়েছে। কারণ, গাঙ্গেয় বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। এর ফলে দুই ২৪ পরগনা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সহ্গে  ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী ওয়েলফেয়ার সংগঠনের তরফেও জানানো হয়েছে, প্রশাসনিক নির্দেশিকার পরেই, সমস্ত মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে সমুদ্রে কোনও ট্রলার নেই। চলতি মরসুমে বিপুল পরিমাণ মাছ ব্যবসার সম্ভাবনা ছিল। কদিন আগেই সেই আশা দেখাও দিয়েছিল। কিন্তু আবহাওয়ার খামকেয়ালিপনায়, কিছুটা বিপাকে মৎস্যজীবী থেকে ব্যবসায়ীরা। এখন অপেক্ষা আবহাওয়া অনুকূলের।

 

Related Articles