
The Truth of Bengal: পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই অশান্তি লেগেই রয়েছে ভাঙড়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে, বুধবারই মুখ্যমন্ত্রী বলেন, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা যায় কিনা, তা পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যপুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীতকুমার গোয়েলকে। বৃহস্পতিবার সময় নষ্ট না করে ভাঙড় এলাকা পরিদর্শনে যায় কলকাতা পুলিশের একটি টিম। সূত্রের খবর, তাড়াতাড়ি ভাঙড়ে আরও নতুন পাঁচটি থানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি, আগামীদিনে ভাঙড়ের আট এবং প্রগতি ময়দান-সহ মোট ৯টি থানাকে নিয়ে পূর্ব শহরতলির এই অংশে নতুন পুলিশ ডিভিশন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে যতদিন না পর্যন্ত তা তৈরি হচ্ছে নিচ্ছে, ততদিন কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের আওতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভাঙড় এবং কাশীপুর থানাকে। বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন গঠন করার নির্দেশ দেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।
পাশাপাশি রাজ্যপুলিশের ডিজি মনোজ মালব্যকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অশান্ত ভাঙড়ের আইনশৃঙ্খলাকে জোরদার করতেই এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, প্রাথমিকভাবে পরিকল্পনা করা হচ্ছে নতুন ওই ডিভিশনে ৫টি থানা রাখা হবে। থাকবেন ৫জন ওসি। তবে ভাঙড়ের কোন এলাকা কোন থানার আওতায় থাকবে তা এখনও স্পষ্ট নয়। পুরো পরিকল্পনা বাস্তবায়ন হতে আরও কয়েকটা মাস লাগতে পারে বলে পুলিশ সূত্রের খবর।