কলকাতা

আড়িয়াদহে ফের জয়ন্ত সিং-এর সাগরেদদের তাণ্ডব, ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি!

Jayant Singh's followers again riot in Ariyadah, death threats on Facebook Live!

Truth Of Bengal: গত বছরের জুলাই মাসে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া আড়িয়াদহ এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছিল, জয়ন্ত সিং ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা এক যুবক ও তাঁর মাকে প্রকাশ্যে মারধর করেন। সেই ঘটনার পর এলাকায় আতঙ্কের আবহ তৈরি হয় এবং একে একে জয়ন্ত সিং-এর দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গোটা এলাকা তোলপাড় হয়ে ওঠে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আড়িয়াদহে উত্থান জয়ন্ত সিং-এর শাগরেদদের। এবার আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পাঁজা পরিবার। অভিযোগ, বিগত বছরের ঘটনার সাক্ষ্য দেওয়া পরিবারের অন্যতম সদস্য বিমল পাঁজা ও তাঁর আত্মীয়দের ফের টার্গেট করা হচ্ছে।

সম্প্রতি, জয়ন্ত সিং-এর ঘনিষ্ঠ সুশোভন সরখেল ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পাঁজা পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। সরখেল ও তাঁর দলবলের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনার পর থেকে পাঁজা পরিবার প্রবল আতঙ্কে রয়েছেন এবং নিজেদের ঘরবন্দি অবস্থায় রেখেছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা যাচ্ছে, জয়ন্ত সিং বর্তমানে জেলে থাকলেও তাঁর অনুগামীরা এলাকায় কার্যত ত্রাস সৃষ্টি করে চলেছে। এমনকি তাঁর বিলাসবহুল বাড়ি ঘিরেও নানা প্রশ্ন উঠেছে আগেই। এখন তাঁর অনুপস্থিতিতেও এলাকায় তাঁর ছায়া ক্রমেই দীর্ঘতর হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। এই অবস্থায় এলাকার শান্তিপ্রিয় মানুষেরা প্রশাসনের সক্রিয় পদক্ষেপের দাবি জানাচ্ছেন, যাতে এই ধরনের হুমকি ও দাদাগিরির রাজত্ব থেকে তারা মুক্তি পান।