নাইট ম্যাচের আগেই ব্যাট নিয়ে বিতর্কে জড়ালেন বৈভব ও নীতীশ! কী হল রাহুল শিবিরে
Vaibhav and Nitish got into an argument over the bat before the night match! What happened in the Rahul camp?

Truth Of Bengal: রবিবার আইপিএল-র ম্যাচে ইডেনে নাইটদের ব্রিগেডের ঘরের ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। প্লে-অফে যাওয়ার আর কোনও সুযোগ রাজস্থানের সামনে না থাকলেও নাইটদের কাছে এখন সুযোগ রয়েছে। কিন্তু এ২০ই ম্যাচের আগে মোটেই ভাল নেই রাজস্থানের টিম অন্দরের পরিবেশ, না ঠিক নয়। এটা একপ্রকার মজাই বলা চলে।
অজিঙ্কা রাহানেদের বিপক্ষে মাঠে নামার আগে রাহুল দ্রাবিড়ের দল গুজরাটের বিপক্ষে মাঠে নামে। সেই ম্যাচ চলাকালীনই ড্রেসিংরুমে ব্যাট নিয়ে ‘তর্কাতর্কি’-তে করতে দেখা গেল বৈভব ও নীতীশকে। ইতিমধ্যে বৈভব বনাম নীতীশের এই ‘তর্কাতর্কি’র ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। সেখানে বৈভব একটি ব্যাট চান নীতীশের কাছে। এবং নীতীশ বৈভবের এই আব্দার শুনে বলেন, ‘আমি তোকে পাঁচটা ব্যাট দেব। কিন্তু যদি তোর কাছে ১৪টার বেশি ব্যাট থাকলে একটাও দেব না।’
নীতীশের কাছে এমন জবাব পেয়ে বৈভব-ও থেমে থাকেননি। তিনি নীতীশকে পাল্টা দিয়ে জানায়, ‘আমি তোমার কাছে পাঁচটা নয়, একটা ব্যাট চেয়েছি।’ এই শুনে নীতীশ আবারও বলেন, ‘বাঃ বেটা, সব কিছু কি তোর মত হবে নাকি?’ এরপর বৈভব বলে, ‘যদি তুমি প্রমাণ করতে পার, আমার কাছে যদি বয়সের থেকে বেশি ব্যাট থাকে, তাহলে তুমি যাঁকে বলবে, ব্যাট দিতে আমি দিয়ে দেব। তোমার কথাই রাখতে রাজি।’
বৈভব যখন এই কথা বলেন নীতীশকে, তার উত্তরে প্রাক্তন নাইট অধিনায়ক জানান, ‘তার মানে তোর কাছে ১৪টা ব্যাট আছে। তাহলে আমার ব্যাট তো তোকে আমি দেব না।’ এরপরও বৈভব বলে আমি তো একটাই ব্যাট চেয়েছি। এরপর আরও কিছুক্ষণ দুজনের ব্যাট নিয়ে খুনসুঁটি চলে। তবে শেষ পর্যন্ত বৈভব স্বীকার করে তাঁর কাছে আটটি ব্যাট রয়েছে। তবে নীতীশ শেষ পর্যন্ত বৈভবকে ব্যাট দিয়েছেন কি না, তা জানা যায়নি এখনও।