UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ, প্রথম স্থান অধিকার করলেন শক্তি দুবে
UPSC Civil Services Exam Results Declared, Shakti Dubey Ranks First

Truth Of Bengal: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ, ২২ এপ্রিল (সোমবার) প্রকাশ করেছে ২০২৪ সালের সিভিল সার্ভিস (CSE) পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এবারের পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছেন শক্তি দুবে।
UPSC-এর এই পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রশাসনিক পদে নিয়োগ করা হয়।
কমিশনের তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে শীর্ষস্থানে উঠে আসা পরীক্ষার্থীদের প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে।
এখন UPSC-এর ওয়েবসাইটে গিয়ে (www.upsc.gov.in) পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারেন। উল্লেখ্য, UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে হলে দীর্ঘমেয়াদি প্রস্তুতি, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। শক্তি দুবের এই সাফল্য নতুন প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।