দেশ

বেঙ্গালুরুতে হামলার শিকার সস্ত্রীক বায়ুসেনা অফিসার, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Air Force officer's wife attacked in Bengaluru, questions raised about safety

Truth Of Bengal: বেঙ্গালুরু শহরে এক চাঞ্চল্যকর ঘটনায় ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের উপর হামলার অভিযোগ উঠেছে। ডিআরডিও কলোনি থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। পথে কিছু দুর্বৃত্ত বাইক নিয়ে এসে তাদের গাড়ি থামিয়ে আক্রমণ চালায়।

আহত অফিসার, উইং কমান্ডার বোস, জানিয়েছেন যে গাড়িতে ডিআরডিও স্টিকার দেখে হামলাকারীরা কন্নড় ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তিনি বলেন, “আমার স্ত্রী স্কোয়াড্রন লিডার মধুমিতা গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ এক বাইকার এসে গাড়ি আটকে গালাগালি শুরু করে। আমি প্রতিবাদ করতেই সে চাবি দিয়ে আমার কপালে মার মারে। আমার মুখ থেকে রক্ত বেরোতে থাকে।”

তিনি আরও বলেন, “এরপর আরও কয়েকজন এসে আমাদের উপর চড়াও হয়। তারা আমার স্ত্রীকেও অপমান করে। আমরা থানায় অভিযোগ জানাতে গেলে, সেখান থেকেও কোনও সাহায্য পাইনি।” এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অফিসারটির মুখ ও গলা রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনার বর্ণনা দিচ্ছেন এবং প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

উইং কমান্ডার বোস বলেন, “আমরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করি, আর আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। যদি আইন আমাদের রক্ষা না করে, তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হব।” এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles