দেশ

বিয়ের মরশুম ঊর্ধ্বমুখী সোনা, ১ লক্ষের দোরগোড়ায় সোনার দাম 

Gold price worth Rs 1 lakh in wedding season

Truth Of Bengal:  ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ টাকার দোরগোড়ায়। সোনার দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাতেই মধ্যবিত্ত থেকে স্বর্ণ ব্যবসায়ী সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।  তাতে প্রতিটি স্বর্ণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ভাবতে বাধ্য হচ্ছেন এখন কী সোনায় বিনিয়োগ করা উচিত? সোনা কেনার এটাই কী উপযুক্ত সময়? গত এক সপ্তাহ জুড়ে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। সোনার দামে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ থেকে শুরু করে দেশীয় বাজারেও । প্রতি ১০ গ্রামে সোনার দাম ৯৫,০০০ টাকা ছাড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের প্রেক্ষিতে বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম।

মাল্টি কমডিটি এক্সচেঞ্জে তথা এমসিএক্সের সোনার দাম লাগাতার বেড়ে চলেছে। সপ্তাহের শুরুতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৩,২৫২ টাকা, যা প্রতিদিন বৃদ্ধি পেয়ে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে (১৭ এপ্রিল)  প্রতি ১০ গ্রামে ৯৫,২৩৯ টাকায় পৌঁছেছে। এমসিএক্সের মত ভারতের বাজারে বেড়েছে সোনার দাম।  সপ্তাহের শুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৩,১০২ টাকা যা ১৭ এপ্রিল বেড়ে প্রতি  ১০ গ্রামে ৯৪,৯১০ টাকায় পৌঁছেছে।  বর্তমানে জিএসটি ছাড়া ২৪ ক্যারেট সোনার দাম ৯৪,৯১০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ৯২,৬৩০ টাকা, ২০ ক্যারেট সোনার দাম ৮৪,৪৭০ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৭৬,৮৮০ টাকা এবং ১৪ ক্যারেট সোনার দাম ৬১,২২০ টাকা।

উল্লেখ্য, বিয়ের মরসুম বলুন বা বিনিয়োগ, সোনার গুরুত্ব সবসময় আকাশছোঁয়া। কিন্তু লাগাতার এই দাম বৃদ্ধির ফলে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনার এই বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তা। আমেরিকা ও চিনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধ বিনিয়োগকারীদের ভীত করে তুলেছে। ট্রাম্প প্রশাসন চিন থেকে আমদানি করা পণ্যের উপর ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছে। সেইসঙ্গে ট্রাম্প শুল্কের জেরে বিশ্ববাজারে অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই সোনার দাম বৃদ্ধি লগ্নিকারীদের চিন্তাও বাড়াচ্ছে। এছাড়াও, মার্কিন ডলারও ক্রমাগত দুর্বল হচ্ছে, যা সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছে ব্যবসায়িক মহল। এই আবহে কবে সোনার দাম কমবে সেইদিকেই তাকিয়ে রয়েছেন সোনার বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষেরা।

Related Articles