হাতির হানায় ভুট্টা-ধান ক্ষেত ধ্বংস, মাথায় হাত মাদারিহাটের কৃষকদের
Elephant attack destroys corn and rice fields, farmers in Madarihat in distress

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় ফের বন্য হাতির তাণ্ডব। মঙ্গলবার গভীর রাতে জলদাপাড়া বনাঞ্চল থেকে বেরিয়ে আসা প্রায় পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল হানা দেয় গ্রামাঞ্চলে। লক্ষ্য ছিল ভুট্টা ও ধানের খেত। ফলস্বরূপ, প্রায় চার বিঘা জমির ফসল মাটির সঙ্গে মিশে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন মঈন ইসলাম, সিরাজুল হক, ভানু ছেত্রী এবং আলেমুল হক। তাঁরা জানিয়েছেন, হাতির দল একের পর এক খেত সাবাড় করে দেয়। রাতের অন্ধকারে আতঙ্কে ভোগেন এলাকার মানুষ। কৃষকরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, বনদপ্তরকে খবর দেওয়া সত্ত্বেও সময়মতো বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি। তাঁদের মতে, দ্রুত ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হত না।
এই ঘটনার ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাতির হানায় শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ভেঙে চুরমার। এখন তাঁরা সরকারের দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিপূরণ ও সহায়তার আশায়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে মানুষ আর বন্যপ্রাণের এই সংঘাতের শেষ কোথায়?