অভিনব বর্ষবরণ! যমুনা বাঁধে ১৪৩২টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত যুবকের
A unique New Year's Eve! Youth welcomes the New Year by taking 1,432 dips in the Yamuna Dam

Truth Of Bengal: নববর্ষ মানেই নতুন সূচনা, নতুন আশার আলো। তবে বাঁকুড়ার বিষ্ণুপুরে সদানন্দ দত্ত নামে এক যুবক দেখালেন একেবারে অন্যরকম এক বর্ষবরণের ধারা। ঐতিহাসিক যমুনা বাঁধের জলে পরপর ১৪৩২টি ডুব দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিলেন তিনি, যা দেখে বিস্মিত এবং আপ্লুত বিষ্ণুপুরবাসী।
এই যুবক শুধুমাত্র নতুন বছরকে অভিনবভাবে বরণ করার উদ্দেশ্যে এই ডুব দেননি, তার একটি দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে – একদিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তোলা। সদানন্দ জানান, ইংরেজি বর্ষবরণ হোক বা বাংলা নববর্ষ – গত ১৭-১৮ বছর ধরে তিনি প্রতিবছর এভাবেই ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছেন।
যমুনা বাঁধ, যা একসময় মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল সেচ ও জলের চাহিদা মেটাতে, আজ যেন সাক্ষী রইল এক ঐতিহাসিক ক্ষণের। শত শত মানুষ এদিন ভিড় করেন যমুনা বাঁধের পাড়ে, সদানন্দের এই দৃঢ় মানসিকতা ও শারীরিক সক্ষমতার সাক্ষী থাকতে।
সদানন্দ দত্ত চান, তাঁর এই প্রচেষ্টা বিশ্বের সামনে তুলে ধরা হোক। তাঁর আশা, একদিন সরকার পাশে দাঁড়াবে এবং তাঁর এই অনন্য উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। বর্ষবরণের এই ব্যতিক্রমী রূপ শুধুই এক ব্যক্তির কীর্তি নয়, এটি একটি অনুপ্রেরণা – যে নতুনকে বরণের জন্য একটুখানি পাগলামি, অনেকখানি ভালোবাসা আর অদম্য মনোবলের প্রয়োজন।