শীঘ্রই শুরু হচ্ছে চারধাম যাত্রা, আকাশপথে কেদারনাথ দর্শনের ব্যবস্থা চালু করল IRCTC
Chardham Yatra to begin soon, IRCTC launches Kedarnath darshan facility via air

Truth Of Bengal: চারধাম যাত্রা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় অংশ নেন তাঁদের আধ্যাত্মিক জাগরণের জন্য। এই যাত্রা চারটি পবিত্র স্থানের মধ্যে বিস্তৃত—যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ।এইবার কেদারনাথ দর্শন আরও সহজ করতে, IRCTC হেলিকপ্টার পরিষেবা চালু করেছে।
কেদারনাথে হেলিকপ্টার পরিষেবা
এই হেলিকপ্টার পরিষেবা চলবে প্রতিদিন, ২ মে ২০২৫ থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত। তিনটি জায়গা থেকে কেদারনাথ যাওয়ার জন্য শাটল পরিষেবা থাকবে—
- ফাতা (Phata): ₹৬০৬৩ (রাউন্ড ট্রিপ)
- সিরসি (Sirsi): ₹৬০৬১ (রাউন্ড ট্রিপ)
- গুপ্তকাশী (Guptkashi): ₹৮৫৩৩ (রাউন্ড ট্রিপ)
এই পরিষেবা নেওয়ার জন্য ‘Heliyatra’ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বর বা ইমেইল ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে। OTP ভেরিফিকেশনের পর লগইন করে যাত্রার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর যাত্রার তারিখ, সময়, যাত্রীসংখ্যা বেছে নিয়ে পেমেন্ট করা যাবে।
যদি পরিকল্পনা বদলায়, বুকিং বাতিলও করা যাবে। টাকা ফেরত পেতে ৫-৭ কার্যদিবস সময় লাগবে।
গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই বছর চারধাম যাত্রায় অংশ নেওয়ার জন্য কোনো সংখ্যা নির্ধারিত সীমা থাকবে না।
তিনি বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে—যানবাহন চলাচলের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, এবং পার্কিংয়ের উপর। এইবার যাত্রাপথকে ১০ কিমি করে সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে আমাদের অফিসাররা বাইক এবং ওয়াকি-টকি নিয়ে নজরদারি করবেন। এরপর প্রতিটি সেক্টরকে আবার জোন এবং সুপার জোনে ভাগ করা হয়েছে।”এইবারের যাত্রা যেন নির্বিঘ্ন ও সুরক্ষিত হয়, সেই লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।