রাজ্যের খবর

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসীরা

Villagers in panic after elephant attack in Jhargram

Truth Of Bengal: শনিবার ঝাড়গ্রাম জেলার মানিকপারা রেঞ্জের গোবিন্দপুর গ্রামে দাঁতাল হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হল ধান চাষ।  সকাল সকাল জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। তারপর সোজা চলে যায় গ্রামের ধান চাষের জমিতে। সেখানে প্রবল তাণ্ডব চালিয়ে ক্ষতি করে হাতিটি।

ফসলের জমিতে হাতির দাপট  দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। নিজেদের চোখের সামনেই তাদের পরিশ্রমে ফলানো ধান নষ্ট হতে  দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়েন স্থানিয় কৃষকরা। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। হাতি তাড়ানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গলের খাদ্যাভাবের কারণে প্রায়ই হাতি লোকালয়ে চলে আসছে। বারবার এই ধরনের ঘটনার ফলে ফসলের ক্ষয়ক্ষতি যেমন হচ্ছে, তেমনি বাড়ছে মানুষের প্রাণহানির আশঙ্কাও। তাঁরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বন দপ্তরের কাছে।

 

Related Articles