প্রেমে তৃতীয় ব্যক্তির আগমন! সপ্তাহ শুরুতে কী বলছে সিদ্ধিদাতার গণনা?
The arrival of a third person in love! What does the fortune teller's calculation say at the beginning of the week?

Truth Of Bengal: সপ্তাহ শুরুর দিনে কী রয়েছে আপনার ভাগ্যে? অফিসে বসের মুখ ঝামটা! নাকি বউ-এর সঙ্গে মিষ্টি মধুর সময় কাটাবেন? চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ রাশি: এই রাশি জাতক জাতিকার জন্য দিনের শুরুটা ভালো হতে চলেছে। আপনার কর্মজীবন এবং ব্যক্তি জীবন পৃথক রেখে চলার চেষ্টা করুন। জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে পা ফেলুন। অবিবাহিতদের বিবাহের যোগ।
বৃষ রাশি: আজ দিনটি আপনার জন্য চমৎকার হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল করতে চাইলে বন্ধুদের পরিবর্তে আজ সঙ্গীকে বেশি বেশি সময় দিন। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি: আজ সারাটা দিন আপনার ব্যস্ততার মধ্য দিয়ে যেতে চলেছে। সৃজনশীল মানুষের জন্য দিনটি ভাল যেতে চলেছে। বিনিয়োগকারীদের আজ বিনিয়োগের কিছু কি না নেওয়ায় ভাল। পরিবারে বিপদের তীব্র সম্ভবনা রয়েছে। সতর্ক থাকুন।
কর্কট রাশি: সিদ্ধিদাতার গণনা অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য গভীর আবেগের দিন। ভালবাসার মানুষের থেকে উপহার পেতে পারেন। আজ সমস্ত পরিস্থিতিতে আপনার পরিবার আপনার পাশে থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।
সিংহ রাশি: দিনের শুরুটা ভাল গেলেও শেষটা ভাল যাওয়ার সম্ভাবনা খুবই কম। বৈবাহিক জীবনে অশান্তির সম্ভাবনা। বাবা-মায়ের বয়সজনিত’শারীরিক সমস্যা বৃদ্ধি। বাবা মায়ের সঙ্গে নিজের শরীরেরও খেয়াল রাখুন।
কন্যা রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। অফিসে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে সেই সঙ্গে উচ্চ পদের চাকরির যোগও দেখা যাচ্ছে।
তুলা রাশি: গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন, তাতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিপুল আয়ের সম্ভাবনা। সন্তানদের সঙ্গে আপনার দিনাজ বেশ ভালই কাটবে। সমাজের সম্মান বৃদ্ধি।
বৃশ্চিক রাশি: আগে থেকে করে রাখা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভাল। নতুন ব্যবসায়ী লগ্নি করার আগে ভালো করে ভাবুন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। শারীরিকভাবে অসুস্থ অনুভব করতে পারেন। আর্থিক বিষয় নিয়ে বাবার সঙ্গে বিবাদ। মামলা মোকদ্দমে জড়িয়ে পড়ার সম্ভাবনা।
ধনু রাশি: প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা। সঙ্গির সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করুন। বৈবাহিক সম্পর্কের সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার কর্মদক্ষতা প্রকাশ পাবে।
মকর রাশি: নিজের ভাল কাজের জন্য আজ আপনি সুনাম ও সম্মান পেতে চলেছেন। দাম্পত্য জীবনে বিবাদ। আয় অনুযায়ী ব্যয় করার দিকে খেয়াল রাখুন। আপনার পেটের সমস্যা বাড়তে পারে। জমি-জমা কেনাবেচার পরিকল্পনা এখন স্থগিত রাখুন।
কুম্ভ রাশি: বাড়িতে অতিথি আসার সম্ভাবনা। নিজের বুদ্ধিতে শত্রুর কুপরিকল্পনা নষ্ট করতে সক্ষম হবেন। কর্ম জগতের মধ্যে ব্যক্তি জগত মিশে ফেলবেন না। মামলা মোকদ্দমা বিবাদ সংক্রান্ত বিষয়গুলি থেকে দূরে থাকুন। সন্তানদের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। সঙ্গে সঙ্গে সময় কাটান।
মীন রাশি: যে কোন কাজে উদাসীনতা বন্ধ করুন। বন্ধুদের কথা মেনে চলার আগে বুঝুন তা আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ। ব্যবসায়িক সমস্যার বেশ পরিবারের ওপর ফেলবেন না। পাওনা আদায় হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। অভিনয় জগতের মানুষদের জন্য আজ সমস্যা দেখা দিতে পারে।