রাজ্যের খবর

শুভেন্দুকে ‘টেনশনে’র ডাক্তার দেখানোর পরামর্শ ফুরফুরা শরীফের পীরজাদার

Furfura Sharif's Pirzadar advises Shuvendu to see a doctor for 'tension'

Truth Of Bengal: আগামী ১৭ তারিখ ফুরফুরা শরীফে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে ফলতায় একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পীরজাদা ত্বহা সিদ্দিকী শুভেন্দু অধিকারীকে মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন।

পাশাপাশি তিনি জানান, আমরা বাংলায় কোনদিন ধর্ম বিদ্বেষী মানুষকে জায়গা দেবোনা। কেউ যদি এই বাংলায় হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম করে তাকে বাংলা থেকে ছুড়ে ফেলে দেবো। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও একাধিক দাবি রেখেছেন পীরজাদা ত্বহা সিদ্দিকী।

Related Articles