দেশ

মাত্র ৪ মিনিটে ৩০ লক্ষ টাকা উধাও! তেলঙ্গানায় দুঃসাহসিক এটিএম ডাকাতি

Rs 30 lakhs disappear in just 4 minutes! Daredevil ATM robbery in Telangana

Truth Of Bengal: তেলঙ্গানার রাঙারেডি জেলায় মাত্র ৪ মিনিটের মধ্যেই প্রায় ৩০ লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তেলঙ্গানার একটি এসবিআই এটিএম থেকে রাত ১.৪৬ মিনিটে মুখ ঢাকা চারজন দুষ্কৃতী প্রবেশ করে। হাতে ছিল লোহার রড ও গ্যাস কাটার। দ্রুততার সঙ্গে এটিএম মেশিনটি ভেঙে টাকা বের করে ২.০০ মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যায় তারা। পুরো ঘটনাটিই সিসিটিভিতে ধরা পড়েছে।

পুলিশের ধারণা, এই ডাকাতির পেছনে কোনও কুখ্যাত গ্যাং-এর হাত রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, হরিয়ানার একটি চক্র এই ঘটনায় জড়িত থাকতে পারে। কারণ, কিছুদিন আগেই মাইলারদেবপল্লীতে একইভাবে একটি এটিএম লুটের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে সেসময় অ্যালার্ম সেন্সর কাটতে গিয়ে বৈদ্যুতিক শকের কবলে পড়ে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

বেঙ্গালুরু এবং তামিলনাড়ুতে একই কৌশলে এটিএম লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, পাঁচজনের একটি দল এই ডাকাতির সঙ্গে জড়িত। একজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, বাকি চারজন ভেতরে ঢুকে টাকা লুট করে। সিসিটিভি ফুটেজে তাদের ব্যবহৃত গাড়ির নম্বরও চিহ্নিত করা গিয়েছে।

পুলিশের একাধিক দল দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

Related Articles