মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রেলপথ নিয়ে ঘুম ভাঙল কেন্দ্রের
The Center woke up to Mamata Banerjee's proposed railway line

Truth Of Bengal: সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সঙ্গে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মধ্যে রেল লাইন পাতার লক্ষ্যে জমি অধিগ্রহণের বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছেন। এমন চিঠি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছেও চিঠি দিয়েছেন ভারতের রেলমন্ত্রী। যেহেতু অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রেলমন্ত্রী ছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ এবং ইটাহার-কুমেদপুর দুটি প্রস্তাবিত রেল পথের নাম ঘোষণা করেছিলেন।
এর ফলে উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে ঠিক তেমনি দক্ষিণ দিনাজপুরের উত্তর পূর্বাঞ্চলমুখী রেল গাড়িগুলিও কালিয়াগঞ্জ-রায়গঞ্জের উপর দিয়ে যাত্রা করবে। বিশেষজ্ঞদের ধারনা, যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও স্বপ্নের প্রকল্প ছিল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল পথ স্থাপন, তাই রাজ্য সরকার সবুজ সংকেত দিলে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা শীঘ্রই বৈঠক করে কুশমন্ডি এবং কালিয়াগঞ্জ ব্লকের জমির অধিগ্রহণে উদ্যোগী হবেন।
এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ প্রতীক্ষার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তৎপরতার সাথে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেলপথের জন্যে জমি অধিগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মানুষ স্বল্প ব্যয়ে বহুদূরে যাতায়াত করতে বালুরঘাটের রেল গাড়ি গুলিকেও দুই দিনাজপুরের মানুষ অনায়াসে ব্যবহার করতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প রূপায়ণ করতে চেয়েছিলেন। তারপর কেটে গিয়েছে বহু বছর। কেন্দ্রে অনেকেই রেল দফতরের দায়িত্বে এসেছেন। এই রেলপথ তৈরিতে উদ্যোগী হয়নি কেউ। অবশেষে ঘুম ভেঙেছে কেন্দ্রের। রেলপথ তৈরিতে কিছুটা উদ্যোগ দেখা গেল। জমি অধিগ্রহণে রাজ্যকে চিঠি দিল রেল।