রাজ্যের খবর
ভেজাল তেলে ব্র্যান্ডেড কোম্পানির নাম, তদন্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Enforcement Branch investigates adulteration of branded company's oil

Truth Of Bengal: ভোজ্য তেলের সাথে মিশছে ভেজাল। ব্যবহার করা হচ্ছে নামিদামি ব্র্যান্ডেড তেল কোম্পানির নাম। এই ঘটনা উত্তর আসানসোলের জাতীয় সড়কে মৌজুরি এলাকার। এই ঘটনার খবর মিলতেই উত্তপ্ত গোটা এলাকা। এরপর তারা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের খবর দেয়।
এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। এছাড়াও ওই এলাকায় উপস্থিত হয় স্বাস্থ্য দপ্তর। এলাকায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা পৌঁছানোর পর কোম্পানির সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানতে চায় তারা। কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণ এড়িয়ে যাবার চেষ্টা করে কোম্পানির মালিক।