১০ বছরে প্রথমবার সংসদ অধিবেশনের আগে বিদেশি উসকানি নেই: দাবি প্রধানমন্ত্রীর
For the first time in 10 years, there is no foreign provocation before the Parliament session: PM claims

Truth of Bengal: সংসদ অধিবেশনের আগে বিদেশ থেকে উসকানির চেষ্টা হয়নি—এই প্রথমবার এমনটা ঘটল বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “২০১৪ সালের পর এই প্রথমবার সংসদ অধিবেশন দেখছি, যখন বিদেশ থেকে ভারতের অশান্তি ছড়ানোর চেষ্টা হল না। এর আগে প্রায় প্রতি বছর অধিবেশনের আগে বিদেশ থেকে অশান্তি উসকে দেওয়ার চক্রান্ত করা হতো।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতে সেই আগুনে হাওয়া দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু এবারই প্রথম দেখছি, সংসদ অধিবেশনের আগে বিশ্বের কোনও প্রান্ত থেকে তেমন কোনও চেষ্টা হয়নি।”
বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নতুন নয়
নরেন্দ্র মোদি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার দাবি করেছে, ভারতের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে। কখনও ‘ডিপ স্টেট’-এর ষড়যন্ত্র, কখনও পশ্চিমী দুনিয়ার বৈষম্যমূলক আচরণ, আবার কখনও মৌলবাদীদের নাশকতা নিয়ে সরব হয়েছে বিজেপি। ক্ষমতাসীন দলের অভিযোগ, দেশের কিছু রাজনৈতিক দলও এই ষড়যন্ত্রে পরোক্ষভাবে জড়িত।
ভারতের শক্তি বাড়ছে, বললেন প্রধানমন্ত্রী
মোদির মতে, “ভারতের শক্তি গোটা বিশ্বে স্বীকৃত। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারত পূর্ণ বিকশিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই লক্ষ্যেই সরকার এগিয়ে চলেছে।” তিনি বোঝাতে চাইলেন, ভারত আগের চেয়ে অনেক শক্তিশালী, তাই বিদেশি হস্তক্ষেপও কমে গেছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে। বিরোধীরা কী বলবে, সেটাই এখন দেখার।