রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত আনিসুর রহমান, মানতে হবে একাধিক শর্ত
Anisur Rahman released on bail in ration corruption case, must comply with several conditions

Truth of Bengal: দীর্ঘদিন ধরে চলতে থাকা রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান। ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বিশেষ আদালতে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেতে হয়েছে কঠোর শর্তে।
জানা গিয়েছে, আনিসুরকে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হয়েছে। পাশাপাশি, ১২ হাজার ৫০০ টাকার দুই সিওরিটি বন্ড জমা দিতে হয়েছে। আদালতের শর্ত অনুযায়ী, আনিসুরকে তাঁর পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। নির্ধারিত শুনানির দিনগুলোতে তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে। এছাড়া তদন্তকারী অফিসারের তলব পেলেই হাজিরা দিতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আনিসুর একটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, যা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। সেই নম্বর তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে। পাশাপাশি, সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না।
গত বছর আগস্ট মাসে রেশন দুর্নীতি মামলায় আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফকে দীর্ঘ ১৪ ঘণ্টা জেরা করার পর গ্রেপ্তার করেছিল ইডি। অভিযোগ, তৎকালীন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ রেখে এই দুর্নীতি সংঘটিত হয়েছিল।
জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। আনিসুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন। জামিনের শর্ত ভঙ্গ করলে ফের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা।