খেলা

ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যুজবেন্দ্র –ধনশ্রী! বিচ্ছেদ আসন্ন? জল্পনা তুঙ্গে

Yuzvendra Chahal and wife Dhanashree Verma Delete All Pics Unfollow Each Other On Instagram

Truth Of Bengal: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যুজবেন্দ্র –ধনশ্রী ভর্মা। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে, তাঁদের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। আর এবার একে অপরকে আনফলো করায় সেই জল্পনা আরও জোড়ালো হল। ধনশ্রীর সঙ্গে তোলা সব ছবিও মুছে দেন ভারতীয় এই ক্রিকেটার। এদিকে, ধনশ্রীও যুজবেন্দ্রকে আনফলো করেছেন কিন্তু তাঁর সাথে কোনও ছবি ডিলিট করেননি তিনি।

চহালের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁদের বিচ্ছেদ অনিবার্য। এবং এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে শীঘ্রই। তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এটি স্পষ্ট যে বিবাহ জীবনে ইতি টানতে চলেছেন চহাল।

উল্লেখ্য, ২০২৩-এ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চহাল টাইটেল বাদ দেন ধনশ্রী। এর আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘নিউ লাইফ লোডিং’ বলে পোস্ট করেন যুজবেন্দ্র। তারপর থেকেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। যদিও তখন সব জল্পনার অবসান ঘটিয়ে চহাল জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদের খবর সঠিক নয়।

প্রসঙ্গত, ২০২০-র ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ধনশ্রী এবং যুজবেন্দ্র। ‘ঝলক দিখলা জা ১১’-এ তাঁদের প্রেম সম্পর্কে ধনশ্রী জানান, “লকডাউনের সময় কোনও ম্যাচ হচ্ছিল না এবং সমস্ত ক্রিকেটাররা ঘরে বসে হতাশ হয়ে পড়ছিল। সেই সময় ইউজি একদিন ঠিক করেছিলেন যে তিনি নাচ শিখতে চান। তিনি সোশ্যাল মিডিয়ায় আমার নাচের ভিডিও দেখে আমার কাছে নাচ শিখতে চেয়েছিলেন। আমি তাঁকে শেখাতে রাজি হয়েছিলাম।”

Related Articles