রাজ্যের খবর

ঠাণ্ডার পারদ নামিয়ে কুয়াশার চাদরে ঢাকল আসানসোল

Asansol covered the fog with the cold mercury

Truth Of Bengal: হাতে মাত্র দুটো দিন, তারপরেই বড় দিন। কিন্তু সেই বড় দিনের আগে ঠাণ্ডার পারদ নামিয়ে আসানসোল শহর শিল্পাঞ্চল জুড়ে হাজির হলো কুয়াশা। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় শহর আসানসোল। কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে পাঁচ হাত দূরের জিনিষও দৃশ‍্যমান ছিলনা।

বেলা দশটা পর্যন্ত রোদের মুখ দেখা যায়নি। এরফলে জাতীয় সড়ক থেকে শহরের রাস্তায় যানবাহন চলাচল ছিল নিয়ন্ত্রিত। জাতীয় সড়কে রাস্তার ধারে পন‍্যবাহী গাড়িগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চালকরা অগ্নিকুণ্ড জ্বালিয়ে উষ্ণতা নিতে ব‍্যস্ত থাকে। পাশাপাশি শীতের মরশুমে এই প্রথম শহর জুড়ে কুয়াশা নামায় শিল্পাঞ্চলের মানুষ রবিবারের দিনটিকে অন‍্যভাবে উপভোগ করতে শুরু করেছে।

Related Articles