জীবন-স্বাস্থ্য বীমায় থাকছে জিএসটি, পানীয় জল-পপকর্নে করের বোঝা
GST on life-health insurance, tax burden on drinking water-popcorn

Truth Of Bengal: বীমায় জিএসটি থেকে আপাতত রেহাই মিলছে না। জীবন বীমাও স্বাস্থ্যবীমায় তোলা হচ্ছে না কর।রাজস্থানের জয়সালমেঢ়ে আয়োজিত জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমনটাই জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি বারবার জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই জিএসটি প্রত্যাহারের দাবি তোলেন। কেন্দ্রীয় সরকার তবুও এই বিষয়ে কোনও কার্যকরী সিদ্ধান্ত না নেওয়ায় বিরোধীরা বেশ ক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকার কেন রোগীদের স্বার্থে বীমার ওপর করের বোঝা কমাল না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এদিকে,শিশু-মহিলাদের পছন্দের পপকর্ণে লাগু করা হচ্ছে জিএসটি। এবিষয়ে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, পপকর্ণেও লাগু করা হচ্ছে জিএসটি।৫শতাংশ থেকে ১৮শতাংশ কর আরোপ করা হবে।নুন-মশলা মাখানো প্যাকেট করা নয়, এমন পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি বসানো হচ্ছে। প্যাকেট করার আগে ভুট্টাদানার উপর ১২ শতাংশ জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের উপর ধার্য করা হচ্ছে ১৮ শতাংশ জিএসটি।
পানীয় জলেও ৫শতাংশ জিএসটি আরোপ করা হচ্ছে। পুরনো বৈদ্যুতিন গাড়ি এবং ব্যবহৃত জ্বালানি তেলে চালিত গাড়ি বিক্রির উপর বাড়ানো হয়েছে জিএসটি। এক্ষেত্রে ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ কর গুনতে হবে। বোতলবন্দি জল এবং ১০ হাজার টাকার নীচে থাকা সাইকেলের দামের ক্ষেত্রে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।
দেড় হাজার টাকার মধ্যে দামের পোশাকে ৫ শতাংশ, ১০ হাজার টাকা দামের পোশাকের উপর ২৮ শতাংশ জিএসটির প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ বস্ত্র ব্যবসায়ীরা। প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ‘কাশ্মীরের শালে ২৮শতাংশ জিএসটি লাগু করা হলে সেখানকার শিল্প মার খাবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মেহবুবা মুফতি।