দেশ

বিরোধীদের প্রতিবাদের মাঝেই আজ সংসদে ‘এক দেশ এক ভোট’ বিল আনছে কেন্দ্রীয় সরকার

Amid opposition protests, the central government is bringing the 'one country one vote' bill in the parliament today

Truth Of Bengal: আজ সংসদে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করতে চলেছেকেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইন মন্ত্রী এই বিলটি লোকসভায় উপস্থাপন করবেন। এই বিলের গুরুত্বের কথা মাথায় রেখে বিজেপি দল সমস্ত সাংসদদের উপস্থিতির জন্য হুইপ জারি করেছে।

প্রথম থেকেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এই বিলের বিরোধিতা করে আসছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মতে, এই বিল দেশের সংবিধান এবং গণতন্ত্রের উপর বড় আঘাত। শুধু তৃণমূল নয়, দেশের বেশিরভাগ বিরোধী দলই একযোগে এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সারাদেশে একাধিপত্য কায়েম করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বিরোধিতার বার্তা জানানো হয়েছে। এর আগে সোমবার বিলটি পেশ করার কথা থাকলেও তা স্থগিত রাখা হয় এবং মঙ্গলবার সংসদে তা আনা হচ্ছে।

সংবিধান বিশেষজ্ঞদের মতে, এই বিলকে আইন বানানো খুবই কঠিন কাজ। এর জন্য একাধিক ধাপ পেরোতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যাধিক্য পাওয়া মোদি সরকারের পক্ষে কঠিন হতে পারে। বিরোধী দলগুলি জানিয়েছে, গায়ের জোরে বিলটি পাস করানোর চেষ্টা করলে তারা ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতা করবে।

এদিন বিলের উপর আলোচনা নিয়ে সংসদ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা দেশ এই বিলের ভবিষ্যৎ এবং সংসদের পরিস্থিতির দিকে নজর রাখছে।

Related Articles