উচ্চ মাধ্যমিকে বাংলা, ইংরেজি-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে পরিবর্তন
Changes in the syllabus of a total of 19 subjects including Higher Secondary Bengali and English

Truth Of Bengal: উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে দীর্ঘদিন ধরেই পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে নতুন সিমেস্টার পদ্ধতিতে তৈরি করা সিলেবাস পড়ুয়াদের জন্য জটিল হয়ে দাঁড়াচ্ছিল। এমনকি শিক্ষকরাও পাঠ্যক্রমের কিছু অংশ বোঝাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন। এই পরিস্থিতি বিবেচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাসে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।
ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে। এই তালিকায় রয়েছে:
ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, বিজ়নেস স্টাডিজ়, দর্শন, পরিবেশ বিদ্যা, ইকনমিক্স, ভূগোল, বায়োলজিক্যাল সায়েন্স প্রভৃতি।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘‘পড়ুয়া ও শিক্ষকদের অসুবিধার কথা মাথায় রেখেই সিলেবাসে এই পরিবর্তন আনা হয়েছে।’’
ইংরেজি সিলেবাসে নতুন বিষয়বস্তু যুক্ত হয়েছে এবং স্কুলগুলিকে কঠিন বিষয় বাদ দিয়ে নিজেদের পছন্দমতো টপিক পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এই নিয়মে একাদশ শ্রেণির ক্ষেত্রে রাজ্য জুড়ে সিলেবাসের বৈচিত্র্য তৈরি হবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।
বাংলা সাহিত্যেও কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে শিক্ষকদের একাংশের মতে, পরিবর্তন আশানুরূপ নয়।
ইতিহাসের সিলেবাস থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, যা শিক্ষক ও পড়ুয়াদের জন্য স্বস্তি। তবে একাংশের দাবি, সিলেবাস আরও প্রাসঙ্গিক করা উচিত।
সিলেবাস পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একটি অংশ। তাঁদের মতে, পরিবর্তনের ফলে পড়ুয়ারা কোথাও কোথাও অসম প্রতিযোগিতার মুখে পড়বে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘আমাদের সাজেশন অনেকটাই মানা হয়েছে, তবে সারা রাজ্যে একসঙ্গে অভিন্ন সিলেবাস চালু না হওয়াটা সমস্যা তৈরি করতে পারে।’’
অন্যদিকে, শিক্ষকদের একাংশ মনে করছেন, সিলেবাসে কিছু নাটক ও বিষয়বস্তু বদল আনা হলেও প্রাসঙ্গিকতা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিবর্তনের প্রস্তাব কার্যকর করলেও এই পদক্ষেপ পড়ুয়া ও শিক্ষকদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা সময়ই বলবে।