যোগ দেওয়া হল না চাকরিতে, পথদুর্ঘটনায় মৃত্যু IPS অফিসারের
IPS officer dies in horrific road accident while trying to join service after 6 months of training

Truth Of Bengal: ৬মাসের ট্রেনিং শেষে চাকরীতে যোগ দিতে গিয়েই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল আইপিএস অফিসারের। কর্নাটকের হাসন জেলার ঘটনা। হোলেনারাসিপুরের অ্যাসিসটেন্ট পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বছর ২৬-এর হর্ষবর্ধন।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ যে গাড়ি করে হর্ষবর্ধন সওয়ার করছিলেন আচমকাই সেই গাড়ির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তা গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পেশে থাকা একটি বাড়ি ও একটি গাছে। দুঘর্টনার জেরে গুরুতর চোট লাগে তাঁর মাথায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে।
প্রসঙ্গত, ডিউটিতে যোগদান করতেই রওনা হয়েছিলেন ওই আধিকারিক। পথেই ঘটে যায় এহেন মর্মান্তিক দুর্ঘটনা। এই খবর পাওয়ার পরই শোক প্রকাশ করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের পর সাফল্যে পৌঁছনোর মুহূর্তেইঘটে যাওয়া এমন ঘটনা মেনে নেওয়া যায় না।” আইপিএস অফিসারের পথদুর্ঘটনায় এভাবে মৃত্যু হওয়াতে শোকস্তব্ধ তাঁর পরিবার।