দেশ

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনে’ উদ্বিগ্ন দিল্লি, সংসদে অবস্থান স্পষ্ট করতে চায় সরকার,পাশে বিরোধীরা

Delhi concerned about 'minority persecution' in Bangladesh, government wants to clarify position in Parliament, opposition on its side

Truth Of Bengal: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত নির্যাতন চলছে। এই অভিযোগ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা সোচ্চার হয়। বিশেষ করে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। এখানেই শেষ নয় ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা পর্যন্ত দায়ের হয়েছে বাংলাদেশের হাইকোর্ট। যদিও সেই আবেদন খারিজ হয়। কিন্তু নির্যাতন বেড়ে যাওয়ার অভিযোগ মেলায় বৃহস্পতিবার ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে।

স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংখ্যালঘুদের উপর আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেন। সূত্রের খবর সংসদে এই বিষয়ে সরকার পক্ষ বিবৃতি দিতে পারে। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে,বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে দেশের ব্যাপার। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে একমত তাঁরা। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

এই অবস্থায় ভারতের অবস্থান স্পষ্ট করা নিয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন। সেখানে মূলত কূটনৈতিক পথে প্রতিবেশী দেশের ঘরোয়া বিষয়ে নীতি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়।প্রতিবেশী দেশের অস্থিরতার সুযোগ নিয়ে যাতে কোনও অপশক্তি বাংলাদেশকে অশান্ত করে তুলতে না পারে, তার জন্য লাগাতার পর্যবেক্ষণ জারি রাখতে চায় নয়াদিল্লি।বিদেশ মন্ত্রক এই পরিস্থিতিতে নজরদারি বহাল রেখেছে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের অত্যাচারের  বিষয়ে ভারত তাই এখন কড়া অবস্থান নিতে পারে বলে আভাস মিলছে। সংসদে বিবৃতি জারি করে ভারত কড়া বার্তা  দিতে চলেছে বলেও অনেকের অভিমত।

Related Articles