রাজ্যের খবর

মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়, বাজি ফাটাতে গিয়ে ঝলসে মৃত ৩

Tragic accident in Uluberia, 3 dead due to burns while breaking bets

Truth Of Bengal: মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার গঙ্গারামপুর এলাকার বাজার পাড়ায়। দোকানে মজুত রাখা দাহ্য বস্তু থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই তিনজনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার যখন ঘটনাটি ঘটে তখন বাড়িতে ঘরের মধ্যে তিনজন মোমবাতি এবং ফুলঝুরি জ্বালাচ্ছিল। হঠাৎ করে আগুন লেগে গেলে তাদের জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ে। আগুন দ্রুত ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং তারা ঘরেই আটকে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনা তৎক্ষণাৎ প্রতিবেশীদের নজরে পড়ে, এবং তারা সঙ্গে সঙ্গে দমকল এবং পুলিশে খবর দেন। উলুবেড়িয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দমকলকর্মীরা কোনোভাবে ঘর থেকে তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও, তাদের জীবন রক্ষা করা যায়নি। মৃতদের মধ্যে ৬ ও ৮ বছরের দুই শিশু এবং ১৪ বছরের এক কিশোরী রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles