অবৈধভাবে বসবাসের অভিযোগ, আহমেদাবাদে আটক ৫০ বাংলাদেশি
50 Bangladeshis detained in Ahmedabad for illegal residence

Truth Of Bengal: বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ক্রমশ বেড়েই চলেছে। হাসিনা সরকারের পতনে এ দেশে বেড়েছে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশীদের গ্রেফতারের খবর আসছে। এরই ধারাবাহিকতায় গুজরাটের ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদে বড় ধরনের পদক্ষেপ করেছে। ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদে অবৈধভাবে বসবাসকারী ৫০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান এই তথ্য জানিয়েছেন।
ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদের ডিসিপি অজিত রাজিয়ান বলেছেন, আমরা বেআইনিভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নিয়ে চলেছি। পাশাপাশি দুই শতাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, সম্প্রতি ত্রিপুরার পুলিশ ১৮ জন বাংলাদেশী নাগরিক এবং পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছিল। এই ভারতীয় নাগরিকরা বাংলাদেশীদের ভারতে ঢোকার ক্ষেত্রে তিনটি জায়গায় সাহায্য করেছিল।