কালীপুজো ২০২৪

ধনতেরাসে মশলা কেনাও শুভ, কোন ২ রান্নার নিত্য ব্যবহার্য জিনিস কিনবেন জানুন

It is also good to buy spices in Dhanteras, know which 2 kitchen essentials to buy

Truth Of Bengal, Mou Basu : ৫ দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন সাড়ম্বরে উদ্যাপন করা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী বা ধন্বন্তরি ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। সংসারের ধন, সমৃদ্ধি, সৌভাগ্য আর সুস্বাস্থ্যের কামনায় ধনতেরাসের দিন মালক্ষ্মীর পাশাপাশি ধনসম্পদের দেবতা কুবেরদেবকে পুজো করা হয়।

ধনতেরাসের দিন সোনা, রুপো, তামা, পেতলের পাশাপাশি হলুদ, ধনে ও নুন কেনাকেও শুভ বলে মনে করা হয়। রান্নায় ব্যবহৃত এসব নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনলে সৌভাগ্য, অর্থ, সুস্বাস্থ্য, জ্ঞান, প্রজ্ঞা ও সমৃদ্ধি লাভ হয় বলে মনে করা হয়।
ধনতেরাসের দিন গোটা ধনে কিনে তা অনেকেই প্রথমে মালক্ষ্মী ও ধন্বন্তরিকে অর্পণ করেন। তারপর সেই ধনে বাড়ির কোনো নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে অথবা পুঁতে দেওয়া হয়। মনস্কামনা জানিয়ে তা করা হয়। এছাড়াও কিছু ধনে লাল কাপড়ের মধ্যে পুড়ে তা বেঁধে যেখানে টাকা রাখেন সেখানে রাখা শুভ বলে মনে করা হয়।

এছাড়াও ধনতেরাসের দিন নুন কেনাকে শুভ বলে মনে করা হয়। এতে মালক্ষ্মী সুপ্রসন্ন হন। ধনতেরাসের দিন নুন কিনুন তারপর সেই নুন দিয়ে দীপাবলির দিন রান্না করবেন। এছাড়াও ওইদিন ঘর মোছার সময় নুন জলে মুছুন এতে বাড়ির থেকে রোগভোগ, শোক, দারিদ্র্য, নেতিবাচক প্রভাব দূর হয় বলে মনে করা হয়।

Related Articles