টোটো চুরি করতে গিয়ে ধরা পড়ে, অপমানে আত্মঘাতী যুবক
 
						লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: টোটো চুরি করে ধরা পড়ে জেল, আর জেল থেকে ফিরেই অপমানে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম জালাল মোড়ল(১৮)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ পঞ্চায়েতের পাণিখালি গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। (South 24 Pargana)
স্থানীয় সূত্রে জানা যায়, পাণিখালির ওই যুবক কয়েকদিন আগে একটি টোটো চুরির অভিযোগে ধরা পড়েছিল গোসাবা’র বটতলি এলাকায়। সাধারণ মানুষজন বেধড়ক মারধর করে। গোসাবা থানার পুলিশের হাতে তুলে দেয়। কয়েকদিন পর ছাড়াও পায়। এরপর সেই ব্য়ক্তি সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে তাকে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকী সুস্থ হয়ে ওই দিনেই বাড়িতে ফিরে যায় ওই যুবক। (South 24 Pargana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মঙ্গলবার রাতে পরিবারের সকলের অলক্ষ্যে বাড়ির পাশে একটি দোকানে আবারও আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় চাঞ্চল্য় ছড়ায় গোটা এলাকায়। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। (South 24 Pargana)
 
				





