রাজ্যের খবর

কোচিং সেন্টার থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

Young woman's hanging body recovered from coaching center, police investigating

Truth Of Bengal: বসিরহাট মহকুমার বসিরহাট থানার দন্ডির হাট বাজার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিং কোচিং ট্রেনিং সেন্টারে মধ্যে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত দেহ। উদ্ধার হওয়া ওই যুবতীর নাম মারিয়াম খাতুন, বয়স ২৬ বছর। ওই যুবতীর বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায়।

জানা যায়, মৃত যুবতী একটি যুবকের সঙ্গে ওই ট্রেনিং সেন্টারে কাজ করতেন। সোমবার সন্ধ্যার পর ওই সেন্টারের দরজা বন্ধ বাইরে থেকে তালা দেওয়া ছিল। সেই বিষয়টি এলাকাবাসীদের নজরে আসে। তাতে তাদের এই বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর তারা কিছু গোলমেলে ব্যাপার আছে বুঝতে পেরে বসিরহাট থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকতেই দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে ওই যুবতী। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে ওই যুবতীর মৃত্যু ঘটল তা জানা যায়নি। এই ঘটনার পর খবর দেওয়া হয় যুবতীর বাড়ির লোকেদের।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে ওই যুবতীর বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায়। আরও জানা যায়, গত এক মাস আগে ওই এলাকায় বেসরকারি ভাবে নার্সিং ট্রেনিং কোচিং দেওয়ার জন্য সেন্টার খোলা হয়। মৃত যুবতীর স্বামী আলমগীর মন্ডল বলেন, গতকাল সকালে বাড়ি থেকে বার হয় আসার সময় বলে যায় আমার অফিসে কাজ রয়েছে আমি বারণ করলেও সে শোনেনি।

তিনি আরও বলেন, বসিরহাটের এক যুবক আসাউদ্দিন মোল্লার সঙ্গে সম্পর্ক ছিল। সেই পরিকল্পনা করে আমার স্ত্রীকে খুন করেছে। যার নামে অভিযোগ আসাউদ্দিন মোল্লা তিনি বলেন ওই যুবত নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল। আমার সঙ্গে দেখা করতে আমি তাকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলি। সে সঙ্গে সঙ্গে দোতালায় উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করেও সাড়াও না মেলায় পাশের এক কাঠমিস্ত্রিকে ডেকে এনে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর পরিবারের লোকজন হাসপাতালে এসে জানতে পারে তার স্ত্রী মারা গেছে।