জোরকদমে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ, ইসলামপুরে ৬টি রাস্তার শিলান্যাসে বরাদ্দ ২ কোটি ৭২ লক্ষ টাকা
'Pathashree' project

The Truth of Bengal: রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ নজর দিয়েছিলেন রাস্তার উন্নয়নে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে হবে সামগ্রিক উন্নয়ন–এই ভাবনায় কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী। এখন শুধু শহরের নয়, গ্রামের দিকে রাস্তার প্রভূত উন্নতি হয়েছে। ঝা চকচকে হয়েছে গ্রাম বাংলার রাস্তা। নতুন নতুন রাস্তার হাত ধরে বদলে গিয়েছে গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থা। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হল।
রামগঞ্জ অঞ্চলের শাস্তিনগর এলাকায় মোট ৬টি রাস্তা নির্মিত হবে। আনুষ্ঠানিক ভাবে এই কাজের সূচনা করেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগারওয়াল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। ইসলামপুর পুরসভার পুরপ্রধান জানান, পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে। সেই প্রকল্পে এক সঙ্গে ৬টি রাস্তার কাজের সূচনা হল। এই রাস্তাগুলি হয়ে গেলে এলাকার মানুষের প্রভূত উপকার হবে। রাস্তা তৈরির অনেক দিনের দাবি মিটবে।
এলাকার জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা পোর্টালে রাস্তা তৈরি দাবি জানিয়েছিলেন। সেই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করে রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হল। রাস্তা তৈরি হয়ে গেলে অনেক বড় সমস্যা থেকে মুক্ত হবে এলাকার মানুষ। তার জন্য এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে।